WHAT IS COMMODITY
Commodity বা পণ্য আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। ইকোনমিক্সে Commodity বলতে মূলত মূল্য আরোপিত পণ্যকে বোঝানো হয়। Commodity শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন "Commode" থেকে যার অর্থ "সঠিক পরিমাপণ।" মার্ক্সীয় অর্থনীতি অনুসারে কোন প্রয়োজন বা চাহিদা মেটায় এমন যেকোন কিছুকেই Commodity বলা হয়।
TYPES OF COMMODITIES
অধিকাংশ Commodityই অন্যান্য ফিনিশড গুডস বা সার্ভিসের raw material input হিসেবে ব্যবহৃত হয়।ফ্যাক্টরি, বাসাবাড়ি ও অফিস পরিচালনাসহ আরো বিভিন্ন কাজে পাওয়ার জেনারেশনের প্রয়োজন হয়। পাওয়ার জেনারেশনের পাশাপাশি বিভিন্ন কাঁচামাল, ও ফিনিশড গুডস ম্যানুফ্যাকচারিং-এ ফুয়েলের প্রয়োজন হয়। অপরদিকে বিভিন্ন মেটাল বা ধাতুর সাহায্যে যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র প্রস্তুত করা হয়। খাদ্যদ্রব্য প্রস্তুতিতে বিভিন্ন এগ্রোবেইজড প্রোডাক্ট ব্যবহৃত হয়। বেশিরভাগ Commodity এই তিনটি সেক্টর অর্থাৎ - এনার্জি, মেটাল এবং এগ্রিকালচার - এর অন্তর্ভুক্ত।
Commodityগুলোর কোয়ালিটি প্রোডিউসারভেদে মোটামুটি একইরকম থাকে। Commodity যখন কোন এক্সচেঞ্জে ট্রেড হয়, তার আগে কিছু মিনিমাম স্ট্যান্ডার্ড চেক করা হয়। যেমন ১) যেকোন Commodity-কেই ট্রেডেবল হতে হবে; ২) যেকোন Commodity ই ফিজিকালি ডেলিভারেবল, ৩) প্রত্যেক্টি Commodity র ই একটি একটিভ মার্কেট থাকা আবশ্যক যেখানে ক্রেতা বিক্রেতারা প্রতিনিয়ত সেই Commodity কেনাবেচা করে। এই মিনিমাম শর্তগুলোকে Basis Grade বলা হয়। সবচেয়ে বেশি ট্রেডেবল Commodity'র মধ্যে রয়েছে কপার, সিলভার এর মত মেটাল, ক্রুড অয়েল, গ্যাস ইত্যাদি ফুয়েল ম্যাটেরিয়াল এবং wheat, sugar এবং coffee'র মত সফট ম্যাটেরিয়াল। ম্যানুফ্যাকচারিং সেক্টরসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এইসব Commodity ব্যবহৃত হয়। তাই চাহিদার উপর ভিত্তি করে দামও উঠানামা করে।
COMMODITY TRADING
ডিরেক্টলি কোন Commodity বেচাকেনা করা বা ঐ Commodityর প্রাইসের উপর নির্ভরশীল কোন এসেট কেনাবেচাকে Commodity trading বলে। ট্রেডিং মাধ্যমে Commodity'র প্রাইস ভলাটিলিটি নিয়ন্ত্রণ করা হয়। সাপ্লাই এবং ডিমান্ড ডাইনামিক্স এই ভলাটিলিটির প্রধান কারণ। এই ডাইনামিক্স খুব frequently পরিবর্তন হয় বলে অন্যান্য ফাইনানসিয়াল এসেট যেমন স্টক, বন্ড, এর চেয়ে বেশি ভলাটাইল থাকে। কোন Commodityর ফিউচার ভ্যালু কেমন হতে পারে তার উপর ভিত্তি করে Commodity trading করা হয়ে থাকে। এখনকার আধুনিক ফাইনান্সিয়াল মার্কেট প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রাচীন সভ্যতাগুলোতে বিভিন্ন দেশের মধ্যে অনেক পণ্য সরাসরি কেনাবেচা হতো। মর্ডাণ Commodity trading শুরু হয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে, ১৮৪৮ সালে। সেখানের কৃষকরা তাদের শস্যের দাম আগে থেকে ঠিক করে রাখতো এবং বছরের বিভিন্ন সময়ে পূর্বনির্ধারিত বিভিন্ন দামে তাদের শস্য বিক্রি করতো। এভাবে পূর্বনির্ধারিত দামে শস্য কেনাবেচার মাধ্যমে কৃষকরা এবং ক্রেতা দুই পক্ষই প্রাইস ভলাটিলিটি এড়াতে পারতো।
HOW TO TRADE COMMODITIES
বর্তমানের sophisticated commodity market এ যেমন অনেকগুলো Commodity রয়েছে তেমনি তাদের ট্রেডিং এর জন্য রয়েছে বিভিন্ন পদ্ধতি।
1. Commodities Futures: Commodity trading এর সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল Futures Exchange এ contract এর মাধ্যমে কেনাবেচা করা। এক্ষেত্রে ইনভেস্টররা একে অপরের সাথে কোন Commodityর ফিউচার প্রাইস নিয়ে এগ্রিমেন্টে যায় এবং ঐ এগ্রিমেন্ট মেনে কেনাবেচা করেন।
ধরা যাক, একজন ইনভেস্টর ৩০ দিন পর ১০,০০০ ব্যারেল অয়েল ৪৫ ডলারে কেনার একটি futures contract এ প্রবেশ করলেন। ৩০ দিন পর contract ক্লোজ আউট করার জন্য ঐ ইনভেস্টর আরেকটি contract ইনিশিয়েট করবেন যেখানে তিনি ১০,০০০ ব্যারেল অয়েল সে সময়ের মার্কেট প্রাইসে বিক্রি করবেন। এক্ষেত্রে ঐ সময়ের মার্কেট প্রাইস ৪৫ ডলারের চেয়ে বেশি হলে ওই ইনভেস্টর প্রফিট করবেন, কম হলে লস করবেন। এক্ষেত্রে ফিজিক্যালি কোন Commodity ট্রান্সফার হয়না। Contract expire করার আগেও যেকোন সময় ইনভেস্টর তার পজিশন ক্লোজ আউট করতে পারেন।
2. Physical Commodity Purchase: futures contract এর মাধ্যমে ট্রেডিং এর ক্ষেত্রে ইনভেস্টররা ফিজিক্যালি কোন Commodity কেনাবেচা করেননা। তবে এভাবেও Commodity trading সম্ভব। গোল্ড, সিলভারের মত প্রেশাস মেটাল এই পদ্ধতিতে ট্রেড করা হয়। এক্ষেত্রে transaction cost, inventory cost সহ আরো কিছু cost investorকে বহন করতে হয়।
3. Commodity Stock: Commodity Trading এর আরেকটি ইন্ডিরেক্ট উপায় হল Commodityর সাথে রিলেটেড কোন কোম্পানির stock কেনাবেচা করা। যেমন Commodity টি যদি অয়েল হয় তাইলে কোন অয়েল ড্রিলিং কোম্পানি বা অয়েল রিফাইনারি কোম্পানির stock কেনা যেতে পারে। এক্ষেত্রে অয়েল প্রাইসের পাশাপাশি সেসব কোম্পানির historical performance, ম্যানেজমেন্ট ইত্যাদিও বিবেচনা করতে হয়।
4. Commodity ETFs, ETNs, Mutual Funds: বাইরের ফাইনান্সিয়াল মার্কেটে Commodity-বেইজড বেশ কিছু exchange traded funds, exchange traded notes এবং mutual fund রয়েছে। এসব ফান্ডে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের অর্থ দিয়ে একটি বড় পোর্টফোলিও তৈরি করা হয় যার মাধ্যমে Futures contracts এবং Commodity-রিলেটেড বিভিন্ন কোম্পানির স্টক কেনা হয়।
Reference
1. https://en.wikipedia.org/wiki/Commodity_(Marxism)#References
2. What is a Commodity? - YouTube
3. What are commodities? Definition & Examples - YouTube
4. Economic Manuscripts: Capital Vol. I - Chapter One (marxists.org)
5. Investing Basics: Commodities Trading Guide – Forbes Advisor
No comments:
Post a Comment