আগের লেখাটার লিংকঃ
https://jbamit.blogspot.com/2018/10/blog-post.html
"Sacred Games" সিরিজের পর্বগুলোর নাম হিন্দু মিথোলজির কিছু ক্যারেক্টারের নামানুসারে দেয়া।পর্ব ১ (অশ্বত্থামা)-র কথা আগের লেখাটায় ছিলো; বাকি সাতটার ব্যাপারে লিখছি।
পর্ব ২ (হলাহল): হিন্দু মিথোলজিতে সমুদ্র মন্থনের বা সমুদ্র নিংড়ানোর উল্লেখ আছে যেখানে দেবতা (Gods) ও অসুরেরা (Demons) মিলে মন্থনের মাধ্যমে অমৃত (অমরত্বের পানীয়) বানানোর পরিকল্পনা করে। এজন্য তারা সাপদের রাজা বাসুকির সাহায্য নেয়। কিন্তু বাসুকির বিষাক্ত ধোঁয়ায় অমৃত তৈরির আগেই হলাহল নামের বিষ তৈরি হয়ে যায় যাতে দেবতা, অসুর সব মারা যেতে থাকে। দেবতা শিব এই বিষ নিজে পান করার মাধ্যমে সবাইকে রক্ষা করেন। "Sacred Games" এ শিবের এই কল্পিত চরিত্র হল ইন্সপেক্টর সারতাজ সিং আর অসুর হল গাইতোন্ডে। তাদের কথোপকথনের শুরুতেই তারা একে অপরের ভাগ্য পরিবর্তন করতে চায় যেভাবে দেবতা ও অসুরেরা অমৃত বানিয়ে অমর হতে চেয়েছিলো। তারা দুজন কথা বলতে বলতেই সারতাজ সিং এর বাবা দিল্বাগ সিংয়ের কথা, ভারতের রাজনৈতিক ইতিহাস, আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির পরিকল্পনা, ২৫ দিনের মধ্যে মুম্বাই শহর ধবংস করে ফেলার ওয়ার্নিং- অনেকটা অমৃত বানাতে গিয়ে হলাহল তৈরি হয়ে যাওয়ার সাথে মিলে। ৮ নং পর্বে নিজের শহর মুম্বাই রক্ষা করতে গিয়ে সারতাজ সিং এর আংগুল হারানো শিবের বিষ পান করার রূপক।
পর্ব ৩ (আতাপি-বাতাপি): মহাভারত মতে আতাপি বাতাপি দুই ভাই, দুইটাই রাক্ষস বা অসুর। তারা পথিকদের আপ্যায়নের লোভ দেখিয়ে ধোঁকা দিতো, তারপর তাদের মেরে সব লুট করে নিতো। তারা তাদের রূপ পরিবর্তন করতে পারতো।
মামার এই ডায়লগ খুব খাইসে পাবলিক |
এখানে আতাপি বাতাপি হল গাইতোন্ডের দুই সহযোগী- বান্টি ও বড় বদরিয়া; বান্টি গোঁড়া হিন্দু আর বদরিয়া গোঁড়া মুসলমান। বান্টি গাইতোন্ডেকে রাজি করায় ভোসলের সাথে যোগ দিতে আর পরে ধোঁকা দেয়। বড় বদরিয়া ইসার ভাতিজির বিয়েতে গিয়ে গাইতোন্ডেকে ধোঁকা দেয়। বান্টি ও বদরিয়ার গোঁড়া ধার্মিক হয়েও শুধুমাত্র স্বার্থের জন্য অন্য ধর্মের উৎসবে যোগ দেয়া - আতাপি বাতাপির রূপ পরিবর্তন করার রূপক।
ছবিতে বান্টির এই ডায়লগ খুব বিখ্যাত হইসে বলতে হবে; যদিও এই কথা আরেকটি হিন্দি মুভি- Golmaal-3 তে মুকাভিনয় করে দেখানো হয়েছিলো 😜।
পর্ব ৪ (ব্রহ্মহত্যা) : ব্রহ্মহত্যা মানে ব্রাহ্মণ হত্যা মানে মানুষ হত্যা; যেকোন ধর্ম মতে যেটা মহাপাপ। প্রথম পর্বেই গাইতোন্ডে তার মাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। পরে ভোট আদায়ের জন্য এবং নিজের স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে ব্যাপকহারে নিরাপরাধ মুসলমানদের হত্যা করে।
ছবিতে বান্টির এই ডায়লগ খুব বিখ্যাত হইসে বলতে হবে; যদিও এই কথা আরেকটি হিন্দি মুভি- Golmaal-3 তে মুকাভিনয় করে দেখানো হয়েছিলো 😜।
পর্ব ৪ (ব্রহ্মহত্যা) : ব্রহ্মহত্যা মানে ব্রাহ্মণ হত্যা মানে মানুষ হত্যা; যেকোন ধর্ম মতে যেটা মহাপাপ। প্রথম পর্বেই গাইতোন্ডে তার মাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। পরে ভোট আদায়ের জন্য এবং নিজের স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে ব্যাপকহারে নিরাপরাধ মুসলমানদের হত্যা করে।
পর্ব ৫ (সারমেয়): সারমেয় মানে কুকুর। In the long run, everyone is a dog with a leash.
সারমেয়র মাধ্যমে ইন্সপেক্টর সারতাজ সিংকে বোঝানো হয়েছে যে কিনা সত্য ও ন্যায়ের পথে থাকতে চেয়েও অন্যায় কাজ সহ্য করতে বাধ্য হয়। Bengali Bura case এ মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয় শুধুমাত্র বান্টিকে ধরার জন্য এক্সট্রা পুলিশফোর্স চেয়েছিলো বলে।
পর্ব ৬ (প্রেতকল্প): Pretakalpa is the rites to perform the cremation of a Hindu. এই পর্বেই সারতাজের বন্ধু কাটেকার মারা যায়। সারতাজ বন্ধুর হত্যাকারীকে হত্যা করে নিজের আগের সত্ত্বাকেও একরকম হত্যা করে।
যারা সিরিজ দেখেছেন তারা ভালই বুঝবেন মিমটা |
পর্ব ৭ (রুদ্র): হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ বেদের প্রথম খন্ড ঋকবেদ মতে রুদ্র হল ভয়, প্রচন্ড ঝড় এসবের দেবতা। Sacred Games এ ইসার বাহিনী যখন গাইতোন্ডের স্ত্রী সুভদ্রাকে হত্যা করে, তখন প্রচন্ড রাগে গাইতোন্ডে নিরীহ মুসলমানদের বস্তিতে আগুন ধরিয়ে সব লন্ডভন্ড করে দেয়।
পর্ব ৮ (ইয়াতি): মহাভারত ও ভাগবত পুরাণ মতে, ইয়াতি তার বউয়ের দাসীর সাথে পরকীয়া করার অপরাধে তার শ্বশুর তাকে অভিশাপ দেয় এবং তারে বুড়া বানায় দেয় (লও ঠেলা 😛)। পরে ইয়াতি তার ছেলের সাথে বয়স অদলবদল করে আবার হারানো যৌবন ফিরে পায় (ভাগ্য ভাল আমার বাপ এসব দেখেনা বা পড়েনা 😛) । Sacred Games এ এই পর্বে গাইতোন্ডের তিন নং বাপের উদয় হয় যে একজন ধর্মগুরু; এই ক্যারেক্টারটি করেছেন পঙ্কজ ত্রিপাটি। জেলে লোক পাঠিয়ে সে গাইতোন্ডেকে রক্ষা করে যাতে সে গাইতোন্ডের ঐশ্বর্য, প্রতিপত্তি নিজের করে নিতে পারে।
(চলবে)
No comments:
Post a Comment