গত ২৭ আগস্ট আমেরিকা এবং মেক্সিকো আগের “NAFTA” চুক্তি বাতিল করে নতুন
বাণিজ্য চুক্তি করতে রাজি হয়েছে। হাস্যকর হলো আরেক সদস্যদেশ কানাডা ছাড়াই
তারা দুই হ্যাডম মিলে দুই যুগ বয়সের একটা চুক্তি বাতিল করার জন্য মিটিং
করসে, ডিসিশনও নিয়ে ফেলসে। পাত্তাই দিলোনা কানাডারে ।
কানাডা অবশ্য শুরু থেকেই উপরে উপরে যুক্ত ছিলো, active participation
দেখায়নাই, এমনকি সোমবারের মিটিং এ আসেওনাই। ফাপর নিতে গিয়ে শেষ পর্যন্ত
নিজের পায়ে কুড়াল মারলো নাকি সেটা সময়ই বলে দিবে। অলরেডি steel, aluminium
এসবে ট্যারিফ খাইতেসে, পরে imported car এর উপর ট্যারিফ খাইলে ঠ্যালা
বুঝবে। কয়েকমাস আগে থেকেই আমেরিকা রীতিমত হুমকি দিয়ে রাখসে auto import এ
ট্যারিফের ব্যাপারে। এই ব্যাপারে EU যেমন ধুমধাম করে “retaliatory package”
দাঁড়া করায় ফেলসিলো, কানাডা ঐরকম কিছু করার লক্ষণও দেখায়নাই। যদিও তাদের
বড়বড় ইকোনমিস্ট, অটো সাপ্লাইয়াররা বলতেসে, “We have no other options but
to retaliate; Not responding is not an option.” কিন্তু এই ধরণের
retaliation এ যেতে কানাডাকে বড় ধরণের ঝুঁকি ও চাপ নিতে হবে আবার এখনি
অ্যাকশনে না গেলে বড় ধরণের recession এর সম্ভাবনাও অগ্রাহ্য করা যাচ্ছেনা।
NAFTA নিয়ে গড়িমসি অবশ্য কানাডা গত এক বছর ধরেই করে আসছে; কারণ হিসেবে
দুইটা বিষয় তারা বলে ১) Anti-dumping (AD) and countervailing duties
(CVD) নিয়ে US এর সাথে dispute ২) তাদের local dairy industry বাঁচানোর
চেষ্টা। বাইরের ম্যানুফ্যাকচারাররা যদি US তে ন্যায্য মূল্য (Fair Value)র
চেয়ে কম মূল্যে জিনিস বিক্রি করে তখন এটাকে Dumping বলে। আর ফরেন কোন দেশ
যদি অনেক বেশি subsidy আর tax benefit দেয় যাতে সস্তায় জিনিস বিক্রি করা
যায়, তাকে countervailing বলে। বর্তমান NAFTA’র চ্যাপ্টার ১৯ এ এটা নিয়ে
উল্লেখ আছে; কানাডা আর মেক্সিকো যাতে এই ব্যাপারে কোন সুবিধা করতে না পারে ঐ
ব্যাপারে সিস্টেমও করা আছে ।
আরেক গলার কাঁটা হলো কানাডার dairy industry। কানাডা সরকার import quota
এবং high tariff দিয়ে তাদের dairy industryকে একটু “একঘরে” করে রাখতে
চাচ্ছে যেটা আবার প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দ হচ্ছেনা। এটার কারণ অবশ্য
অন্য, US এর Local dairy industryই ভুগতেছে অতি উৎপাদনের (over production)
প্যারায়। US চাইতেসে কানাডার dairy industry তে ঢুকে নিজেদের বোঝা হালকা
করতে, ঐদিকে কানাডা গোঁ ধরে বসে আছে “অনেক ছাড় দিসি, আর না”। আবার এই dairy
industry ছাড়া NAFTAর ব্যাপারে US-Canada মিলে যাওয়ার আর কোন উপায়
আপাতদৃষ্টিতে নাই মনে হচ্ছে।
আবার ফিরে আসি auto import এ ট্যারিফের ব্যাপারে। US যদি ২৫%ও ট্যারিফ দেয়
কানাডা থেকে আমদানিকৃত কারের উপর,কানাডার কার ম্যানুফ্যাকচারিং ৯০০,০০০
ইউনিট কমবে। এদিকে কানাডা সরকার “ভাবতেছে” ১০% পালটা ট্যারিফ দিবে স্টিল ও
আলুমিনিয়ামের উপর; যেটা আল্টিমেটলি trade war এর দিকে চলে যাচ্ছে।
Toronto-Dominion Bank বলতেছে, কানাডা ১৬০,০০০ জব হারাতে যাচ্ছে, জিডিপি
কমে যেতে পারে ০.৩-০.৫% ।
Source:
No comments:
Post a Comment