Friday, October 5, 2018

Zero-sum Economy and Productivity Paradox

নৃতত্ত্ববিদ David Graeber বলেছিলেন, আমরা আমাদের কাজের ৩০% অনেকটা লোক দেখানো অথবা অন্যজনের সাথে প্রতিযোগিতা অথবা একটা স্ট্যাটাস বা fake image বজায় রাখার জন্য করি। তিনি এগুলোকে বলেছিলেন, “Bullsh*t Jobs”। আরো কিছু কাজ থাকে স্রেফ Hierarchy এবং Protocol মানার জন্য সময়ক্ষেপণ করা হয়, সরকারি কর্মজীবিরা যা হাড়ে হাড়ে টের পান সবচেয়ে বেশী।

বৈশ্বিক অর্থনীতিতে “Automation” যেমন অনেক গুরুত্বের সাথে দেখা হচ্ছে তেমনি দেখা হচ্ছে হুমকি হিসেবেও। চাকরি খেয়ে দেয়ার ভয়তো আছেই, আগ বাড়িয়ে অনেকেই বলে দিচ্ছেন “Robots will kill us.”। আমাদের দেশেও এতদূর যাওয়া হচ্ছেনা, হাজার হোক আমরা শান্তিপ্রিয় জাতি । দেশের অনেক কোম্পানিতেই “Automation” বলতে MS Excel Dashboard preparationই বোঝায়। তবে বৈশ্বিক অবস্থা বিবেচনায় বিশেষ করে Financial Services কোম্পানিগুলোতে data entry এবং primary level business analysis এর চাকরিগুলো “Automation” এর হুমকিতে রয়েছে বলতেই হয়।

Automation, Automation করে হৈ-হৈ রব ফেললেও যার জন্য এত কিছু সেই Productivity Growth আর হলো কই? International Monetary Fund (IMF) এর রিপোর্টে দেখানো হয়েছে, Global Financial Crisis এর পর বিশ্বের উন্নত দেশগুলোই কেবল কিছুটা Productivity Growth এর সুফল পেয়েছে; উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে যেটি নিম্নমুখী।



এক্ষেত্রে Chief Economist of Bank of England Andrew Haldane বলেন, সব দেশে সব কোম্পানি একসাথে এই সুযোগ নিতে পারেনা, এমনকি একই দেশের একই Industryর কোম্পানিও না। Mr. Haldane dispersion এর দোহাই দিয়ে পার পেলেও David Graeber এর “Bullsh*t Job” theoryই যেন বেশি খাটে এখানে। তার মতে শেষ কথা এটাই যে, ঝরে পড়া কর্মজীবিরা শেষ পর্যন্ত Bullsh*t Job করতে বাধ্য হয়।

কাজের কত পরিমাণ ফালতু তারচে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে “Zero Sum Function”। ধরেন আপনি একটা Brand X নিয়ে অনেক আশাবাদী , এটাকে প্রতিষ্ঠিত করতে চান। আপনি শ্রম দিলেন, সফল হলেন। আরেকজনের Brand X এবং Y এর যেকোন একটা বাজারে দাড়া করানোর উপায় ছিলো, সে Brand X বাছাই করলো Y বাদ দিয়ে। Brand X থেকে সে যা চাওয়ার তা পেলোনা; Brand Y এর opportunity cost তো আছেই এবং আরেকটি Brand Y বাজারে দাঁড়ানোর সম্ভাবনা শেষ হয়ে গেলো। ব্যস দ্বিতীয়জন পড়ে গেলেন Zero Sum Function এর ফাঁদে।

তো আমরা যদি আমাদের সব কাজ automate করেও ফেলি, প্রথমত আমাদের অবসর সময় অনেক বাড়বে ঠিকি, কিন্তু সে সময়ের কতটুকু আমরা পুরাপুরি productivity growth এ ব্যবহার করতে পারবো সেটা প্রশ্নসাপেক্ষ। Human nature এর ধরণে যেটা হওয়ার সম্ভাবনা বেশি তা হলো আমাদের zero sum activities অনেক বেড়ে যাবে।

So, Robots will not kill us, we will kill us.

No comments:

Post a Comment